অর্থনীতিআর্থিক প্রতিষ্ঠান
ট্রেন্ডিং

ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্ট কমেছে, পেছনে দুই কারণ

সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকে কোটি টাকার বেশি ডিপোজিটের অ্যাকাউন্টের সংখ্যা কমেছে এক হাজার ৬৫৭টি। এসব অ্যাকাউন্টে ডিপোজিটের পরিমাণ কমেছে ২৬ হাজার ১৮৭ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে।

প্রতিবেদন বলছে, সেপ্টেম্বর শেষে ব্যাংকে এক লাখ ১৭ হাজার অ্যাকাউন্টে কোটি টাকার বেশি আমানত রয়েছে। জুন প্রান্তিক শেষে এমন অ্যাকাউন্ট ছিল এক লাখ ১৯ হাজার। এ ছাড়া জুন প্রান্তিক শেষে কোটি টাকার ওপরে থাকা অ্যাকাউন্টে আমানত ছিল সাত লাখ ৭৩ হাজার কোটি টাকা, যা সেপ্টেম্বর প্রান্তিক শেষে সাত লাখ ৪৭ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।

এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, একক ব্যক্তির পাশাপাশি করপোরেট কোটি টাকার বেশি ডিপোজিট অ্যাকাউন্টের সংখ্যা কমেছে।

আওয়ামী লীগ সরকারের সময় জুনের প্রান্তিকে ব্যাংকে কোটিপতির অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছিল প্রায় তিন হাজারের মতো। মার্চ শেষে এই সংখ্যা ছিল এক লাখ ১৬ হাজার।

ব্যাংক কর্মকর্তাদের মতে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পর অনেকে অ্যাকাউন্টের টাকা তুলে নেওয়া এবং ব্যাংকের অস্থিরতার কারণে কোটি টাকার অ্যাকাউন্ট কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button