
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এখনো ১৫ বিলিয়নের ঘরে রয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে দেড় মাস পর আবারও রিজার্ভের পরিমাণ ২০ বিলিয়ন ডলার ছাড়াল।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশে বৈদেশিক মুদ্রার গ্রোস রিজার্ভ এখন ২৪ দশমিক ৮৪ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়ে ২ হাজার কোটি ৪২ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে দাঁড়িয়েছে, অর্থাৎ ২০ বিলিয়ন ডলারের বেশি।
সংশ্লিষ্টরা বলছেন, ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর হারও বাড়ছে। ফলে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভও বাড়ছে।
আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ডলার। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এ বছর ডিসেম্বরের ২১ দিনেই ২ বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে।
এর আগে, ৬ নভেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছিল। পরে ধীরে ধীরে তা কমতে থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়।