
যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকর ব্যাংক হিসাব তলব এবং তার বোন আজমিনা সিদ্দিকের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।
বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, লেনদেন তলবের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারাগুলো প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।
এর আগে শেখ হাসিনা তার বোন শেখ রেহানার ব্যাংক হিসাব তলব করা হয়। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছিল।
টিউলিপ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্টদের কাছ থেকে তিনি ও তার বোনের আলাদা দুটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগ উঠেছে। টিউলিপ ও তার পরিবার সেন্ট্রাল লন্ডনে কীভাবে ফ্ল্যাট নিয়েছেন, তা খতিয়ে দেখার আহ্বান এবং টিউলিপের পদত্যাগ দাবি করেছেন টোরি এমপিরা।
লন্ডনে ব্যয়বহুল ফ্ল্যাট উপহার নেওয়া ও সম্পত্তি ব্যবহারের অভিযোগের ঘটনায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র উপদেষ্টার কাছে আত্মসমর্পণ করেছেন টিউলিপ সিদ্দিক। অভিযোগ খতিয়ে দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে মন্ত্রিত্বমূলক কোড কার্যকর করার পরামর্শক স্যার লরি ম্যাগনাস।