আন্তর্জাতিকদক্ষিণ-পূর্ব এশিয়া
ট্রেন্ডিং

দুর্নীতি মামলায় ইমরানের ১৪ বছরের কারাদণ্ড

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় ইমরানের স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদাণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) আল-কাদির ট্রাস্ট নামে একটি কল্যাণ ফাউন্ডেশনের দুর্নীতির মামলায় ইসলামাবাদের একটি আদালত এ রায় দেন।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে ইমরান খানকে বন্দি রাখা কারাগারে বসানো দুর্নীতিবিরোধী আদালত ইমরান-বুশরা দম্পতিকে দোষী সাব্যস্ত করে যথাক্রমে ১৪ ও ৭ বছর কারাদণ্ড দিয়েছে।

সাজা ঘোষণা করে বিচারক নাসির জাভেদ রানা বলেন, প্রসিকিউশন মামলার অভিযোগ প্রমাণ করতে পারায় ইমরান খান দোষী সাব্যস্ত হয়েছেন।

২০২৩ সালের আগস্ট আটক হয়ে কারাগারে থাকা ইমরান খানের বিরুদ্ধে প্রায় ২০০টি মামলা রয়েছে। এসব মামলা রাজনৈতিক উদ্ধেশ্যপ্রণোদিত এবং রাজনীতি থেকে বিরত রাখতে দায়ের করা হয়েছে বলে দাবি ইমরান খান।

ইমরানের স্ত্রী বুশরা বিবিও কারাগারে ছিলেন। তার কারাদণ্ডের রায় স্থগিত হলে সম্প্রতি মুক্তি পান। শুক্রবার আদালতের শুনানিতে অংশ নিতে কারাগারে আসেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button