
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ৩৭৮ ব্যক্তি-প্রতিষ্ঠোনের দুই হাজারের বেশি ব্যাংক হিসাবের ১৬ হাজার কোটি টাকা জব্দ করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সরকার পরিবর্তনের পর ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তাসহ নানা কারণে চলতি অর্থবছরের ২২ জানুয়ারি পর্যন্ত ব্যাংক ঋণ ব্যাপক হারে বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তথ্যমতে, এই সময়ে সরকারের নিট ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৫৯ কোটি টাকা, যা এই সময়ে আগের অর্থবছরে ছিল ঋণাত্মক ৭৭৮ কোটি ৩০ লাখ টাকা।
চলতি অর্থবছরে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্র ধরা হয় এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। সেই তুলনায় ঋণ নেওয়ার পরিমাণ ধীর গতিতে বেড়েছে।