অর্থনীতিকর্পোরেট জগৎ
ট্রেন্ডিং

ভারতের বদলে থাইল্যান্ড যাচ্ছেন বাংলাদেশিরা

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশিদের প্রতিবেশী ভারতে যাওয়া ব্যাপকভাবে কমেছে। এর পরিবর্তে থাইল্যান্ডসহ অন্যান্য দেশে যাচ্ছেন তারা। ফলে বিপুল অর্থের বাজার হারাচ্ছে দিল্লি। বিষয়টি উঠে এসেছে ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে লেনদেন সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে।

প্রতি মাসে বাংলাদেশিদের একটি বড় অংশ ভ্রমণ, কেনাকাটা ও চিকিৎসাসহ নানা কাজে ভারতে যেতেন। ফলে বাংলাদেশিদের বিদেশে ক্রেডিট কার্ডে অর্থ খরচ করার ক্ষেত্রে শীর্ষে ছিল দেশটি।

তবে আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরের এক মাস পরেই সেই জায়গায় উঠে এসেছে থাইল্যান্ড। দেশটিতে সেপ্টেম্বরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে ৪২ কোটি টাকা খরচ করলেও অক্টোবরে একলাফে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি টাকা।

ফলে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের তালিকায় সেপ্টেম্বরে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতকে টপকে গেছে থাইল্যান্ড। অর্থাৎ সেপ্টেম্বরেও দ্বিতীয় অবস্থানে ছিল ভারত, সেখানে এখন থাইল্যান্ডের অবস্থান; অক্টোবরে দ্বিতীয় স্থানে থাইল্যান্ড আর তৃতীয় স্থানে আছে ভারত।

আরো পড়ুন

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করছেন ৬টি দেশে। সেগুলো হলো— যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ভারত, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও সিঙ্গাপুর।

প্রতিবেদনে বলা হয়, এ বছরের অক্টোবরে বিদেশে ক্রেডিট কার্ডে ৪৯৮ কোটি ৯০ লাখ টাকা লেনদেন করেছেন বাংলাদেশিরা আর বিদেশিরা বাংলাদেশে খরচ করেছেন ১২৯ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button