কলকাতায় তারকাদের মাঝে মধ্যমণি শাকিব খান

কলকাতার তাজ হোটেলে সোমবার সন্ধ্যায় এক জমকালো আয়োজনে ওপার বাংলার প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ২০২৬ সাল পর্যন্ত ১৮টি সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। “এইট্টিন অন স্ক্রিন” শিরোনামের এ আয়োজন দুই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। অনুষ্ঠানে টালিউডের নামজাদা তারকাদের পাশাপাশি অংশ নেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান, যিনি এসকে মুভিজের বিশেষ আমন্ত্রণে মুম্বাই থেকে এক রাতের জন্য কলকাতায় আসেন।
অনুষ্ঠানে শাকিব খানের উপস্থিতি ছিল কেন্দ্রবিন্দুতে। মঞ্চে তাকে মেগাস্টার সম্বোধন করে উপস্থাপক মীর আফসার আলী যখন পরিচয় করিয়ে দেন, তখন দর্শকের মধ্যে উত্তেজনা এবং উচ্ছ্বাসে চারপাশ মুখরিত হয়ে ওঠে। যৌথ প্রযোজনার সম্ভাবনা নিয়ে আলাপকালে শাকিব বলেন, “যতবারই এখানে আসি, দুই বাংলাকে আলাদা মনে হয় না। যৌথ প্রযোজনা বরাবরই ইতিবাচক এবং এতে দুই ইন্ডাস্ট্রিই সমৃদ্ধ হয়।”
শাকিব খান এরপর তার আসন্ন ছবি “দরদ” নিয়ে কথা বলেন, যা ইতোমধ্যেই ট্রেন্ডিংয়ে উঠে এসেছে। তিনি জানান, “দরদ” ছবির গল্প অসাধারণ এবং এর গান রিলিজ হওয়ার পরপরই দর্শকের ভালোবাসায় সাড়া ফেলেছে।
অনুষ্ঠানে কলকাতার শীর্ষ তারকাদের মধ্যে ছিলেন আবির চ্যাটার্জি, অঙ্কুশ হাজরা, শাশ্বত চট্টোপাধ্যায়, জিতু কামাল, অণির্বাণ ভট্টাচার্য, ঋত্বিক চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জি, দর্শনা বণিক। প্রথম সারির নির্মাতাদের মধ্যে ছিলেন সৃজিত মুখার্জি, শিবুপ্রসাদ মুখার্জি এবং জয়দীপ মুখার্জির মতো খ্যাতনামা ব্যক্তিত্বরা। এসব তারকার মাঝে শাকিবের মধ্যমণি হওয়ার মুহূর্তটি দুই বাংলার চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিশেষ এক মুহূর্ত হয়ে থাকবে।
এই আয়োজন দুই বাংলার যৌথ প্রচেষ্টায় চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিলো। যৌথ প্রযোজনা বাড়িয়ে দুই ইন্ডাস্ট্রির সম্পর্ক আরও মজবুত হবে এবং এই প্রচেষ্টায় দুই বাংলার দর্শকের জন্য আরও নতুন, আকর্ষণীয় ও সমৃদ্ধ চলচ্চিত্র নির্মাণের পথ প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করেন অনেকেই।