মন্ত্রিত্ব কোনো অর্জন না পাবলিক সারভেন্টের দায়িত্ব মাত্রঃ ফারুকি

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পেয়েছেন। শপথ নেওয়ার পর থেকেই তাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে তার পুরনো পোস্ট উদ্ধৃত করে তাকে ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে আখ্যা দিচ্ছেন অনেকে। এ প্রসঙ্গে মঙ্গলবার রাতে ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে ফারুকী নিজেই তার অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, “মন্ত্রিত্ব আমার কাছে কোনো অর্জন নয়, এটি শুধু পাবলিক সারভেন্ট হিসেবে দায়িত্ব মাত্র।”
ফারুকী তার পোস্টে উল্লেখ করেন, ২০১২ সাল থেকেই তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং সরকার পতনের পক্ষে কথা বলেছেন। তিনি আরও লেখেন, “আমি ঘুণাক্ষরেও ভাবিনি যে, আমাকে এমন দায়িত্ব নিতে হবে। তবে দায়িত্ব পেয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করছি সংস্কৃতি কর্মীদের জন্য কিছু দৃশ্যমান পরিবর্তন আনার।”
সমালোচনার জবাবে ফারুকী বলেন, তিনি কখনোই সরকার বা ক্ষমতার দোসর হতে চাননি। শাহবাগ আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি জানান, প্রথমে সেই আন্দোলনকে নির্দলীয় মনে করলেও পরে বিষয়টি বুঝতে পেরে দূরে সরে যান। তার ভাষায়, “আমি বিপ্লবী নই, আমি শুধুই একজন ফিল্মমেকার, এই পরিচয়েই গর্বিত। আমার কাজ চলচ্চিত্র নির্মাণ করা, মন্ত্রিত্বকে আমি কোনো অর্জন মনে করি না।”
তিনি আরও উল্লেখ করেন যে, তার ফিল্মমেকার পরিচয়ই চিরস্থায়ী হবে, মন্ত্রিত্ব নয়। তিনি দায়িত্বকে দেশের সংস্কৃতি উন্নয়নে কাজে লাগাতে চান, আল্লাহর দেওয়া ক্ষমতা অনুযায়ী দেশকে কিছু দিতে চান।
ফারুকী তার পোস্টে জানান, মন্ত্রিত্ব নিয়ে ব্যক্তিগত লাভ-ক্ষতির চিন্তা না করে এই দায়িত্বে এসেছেন দেশকে কিছু দিতে। তার মতে, সংস্কৃতির জন্য দৃশ্যমান পরিবর্তন আনাই তার মূল লক্ষ্য।