
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী হেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডির বাসা থেকে শাওনকে এবং মধ্যরাতে ধানমন্ডির আরেকটি বাসা থেকে সাবাকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিট পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের হেফাজতে নেওয়া হয়েছে। দুই জনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।