
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ফেসবুক আইডি ভেরিফায়েড হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এ তথ্য জানানো হয়।
ফেসবুক আইডি না পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত রাফী, অনলাইন অ্যাকটিভিস্ট সাইদ আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েমসহ কয়েকজন শীর্ষ নেতা।
বুধবার অ্যাকাউন্টগুলো সার্চ করে না পাওয়ায় অনেকেই সেগুলো ডিজেবল হয়ে গেছে বলে মনে করছেন। জানা গেছে, Crack Platoon-Bangladesh Cyberforce নামে একটি পেজ থেকে ছাত্রনেতাদের অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে ঢাবি ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ জানান, আওয়ামী লীগের সাইবার টিম কয়েকটি আইডি ডিজেবল করে দেওয়ার পর নিরাপত্তার কারণে তিনি ও সভাপতি সাদিক কায়েমসহ অন্যান্যরা আইডি ডি-অ্যাক্টিভেট করে রাখা হয়েছে।