ওয়েব স্টোরিদৃশ্যমান
ট্রেন্ডিং

ঢাকা-মার্কিন বিভেদ সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হবে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরোসের বৈঠক নিয়ে ভারতীয় সাপ্তাহিক দ্য অর্গানাইজার-এ প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস। একইসঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হবে বলেও উল্লেখ করা হয়েছে এতে।

বৃহস্পতিবার ফেসবুকে সিএ প্রেস উইং ফ্যাাক্টসের ভেরিফায়েড পেজে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ভারতের সাপ্তাহিক দ্য অর্গানাইজার একটি নতুন প্রচারণা চালিয়েছে, যা অনেক ভারতীয় জাতীয়তাবাদীদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা এবং ভারতের প্রভাবশালী প্রতিনিধি (প্রক্সি) শেখ হাসিনার পুনরায় বাংলাদেশের শাসনভার দখল করার পথ সুগম করার উদ্দেশ্যে পরিচালিত।

দ্য অর্গানাইজার-এর সর্বশেষ অপপ্রচার হলো— বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরোসের মধ্যে বৈঠককে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত যে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দল এই মিথ্যা প্রচারণা দেখে সঠিক বিষয়টি বুঝতে সক্ষম হবেন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যটি ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ঢাকায় তাদের দূতাবাস ভালো করেই জানে যে অধ্যাপক ইউনূস বিভিন্ন ধরনের ব্যক্তিদের সঙ্গে দেখা করেন, যাদের মধ্যে আছেন- উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা, ব্যবসা ও নাগরিক সমাজ সংগঠনের নেতারা, এমনকি যারা বাংলাদেশ সম্পর্কে সমালোচনামূলক মনোভাব পোষণ করেন তারাও।

আরো পড়ুন

এতে আরও বলা হয়েছে, আমরা ট্রাম্প প্রশাসনকে বিভ্রান্ত এবং বিভিন্ন দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করতে সম্পূর্ণ কাল্পনিক প্রচারণাকে ব্যর্থ করে দিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অন্যান্য বন্ধু ও মিত্রদের সঙ্গে কাজ চালিয়ে যেতে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button