দৃশ্যমান
ট্রেন্ডিং

দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ বাংলাদেশ

দ্য ইকোনমিস্টের ২০২৪ সালের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠস্থান অধিকারীর বিবেচনায় নয়, ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতির বিচারে সেরা দেশ হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশকে।

এবারের সেরা দেশের চূড়ান্ত তালিকায় আরও ঋিল সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। দ্য ইকোনমিস্টের সংবাদিকদের মধ্যে ‘উত্তপ্ত বিতর্কে’ বর্ষসেরা হয় বাংলাদেশ, রানারআপ সিরিয়া।

প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশে আগস্টে ছাত্রদের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি সাড়ে ১৭ কোটি মানুষের দেশটি শাসন করেন টানা ১৫ বছর। শেখ হাসিনা এক সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিলেও পরবর্তীতে বিশাল অংকের অর্থ আত্মসাৎ করা হয়।

এ ছাড়া ভিন্নমত দমন, নির্বাচনে কারচুপি, বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের ওপর গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা।

এতে আরও বলা হয়, প্রধান বিরোধী দল বিএনপি দুর্নীতিগ্রস্ত এবং ইসলামি চরমপন্থার হুমকি থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশের পরিবর্তন আশাব্যঞ্জক। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজ সমর্থিত অস্থায়ী সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে।

২০২৩ সালের বর্ষসেরা হয়েছিল গ্রীস। দীর্ঘ আর্থিক সংকট থেকে উত্তরণ এবং সংযত মধ্যপন্থী সরকার পুনর্নির্বাচিত করায় এই স্বীকৃত পায় দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button