অদলীয়রাজনীতি
ট্রেন্ডিং

৩১ ডিসেম্বর আসছে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’

চলতি বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দিতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওই দিন বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণাপত্র দেওয়া হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়।

পরপর দেওয়া দুটি পোস্টের প্রথমটিতে বলা হয়, ‘৩১ ডিসেম্বর ২০২৪, বিপ্লবীরা প্রস্তুত তো?’ পরেরটিতে ইংরেজিতে লেখা হয়, ‘প্রক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’।

প্রাস একই সময়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পরপর দেওয়া দুটি পোস্টে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন যথাক্রমে, ‘কমরেডস, নাউ অর নেভার’, ‘প্রক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’।

পরে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেসবুক অ্যাকাউন্টে দুটি পোস্ট দিয়ে লিখেন, ‘অল আইজ অন শহীদ মিনার, ৩১ ডিসেম্বর, সময়: বিকেল তিনটা’ এবং ‘প্রক্লেমেশন অব জুলাই রেভল্যুশন, নাউ অর নেভার’।

সংগঠনটির সদস্যসচিব আখতার হোসেন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এ বছরেই হবে, ৩১ ডিসেম্বর, ইনশা আল্লাহ!’

আর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে লেখেন, ‘৩১ ডিসেম্বর! শহীদ মিনার, বিকেল তিনটা; এখনই সময়, বাংলাদেশের জন্য।’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দুটি পোস্টের প্রথমটিতে ‘কমরেডস, ৩১ ডিসেম্বর! নাউ অর নেভার।’ দ্বিতীয়টিতে ‘প্রক্লেমেশন অব জুলাই রেভল্যুশন, ৩১ ডিসেম্বর, শহীদ মিনার, বিকেল তিনটা।’ লিখেছেন।

সংগঠনটির সদস্যসচিব আরিফ সোহেল ফেসবুকে লেখেন, ‘জুলাই হাজির হবে ইতিহাসে অমলিন হতে, ৩১ ডিসেম্বর ২০২৪।’

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা অনানুষ্ঠানিকভাবে জানান, মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের মতো জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে ৩১ ডিসেম্বর।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই-আগস্টে আন্দোলন দমনে গণহত্যার অভিযোগে বিচারপ্রক্রিয়া চলছে। এই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা  নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য জাতীয় নাগরিক কমিটি গঠন করে। এই দুই সংগঠনের উদ্যোগে তারুণ্যনির্ভর নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button