আন্তর্জাতিক
ট্রেন্ডিং

অভিষেককে স্বাধীনতা দিবস, প্রাণ রক্ষায় ঈশ্বরস্মরণ

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথের দিনকে স্বাধীনতা দিবস বলে বর্ণনা করেছে ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে কয়েক মাস আগে আততায়ীর বুলেটে কান বিদ্ধ হলেও বেঁচে যাওয়ায় ‘আমেরিকাকে আবার মহান করতে ঈশ্বর জীবন বাঁচিয়েছেন’ বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ক্যাপিটল হিলে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় অতিথিদের উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নিজের শপথের দিনকে ‘স্বাধীনতা দিবস’ হিসেবে বর্ণনা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের স্বাধীনতা ও আমাদের জাতির মহান লক্ষ্যকে আর অস্বীকার করা হবে না। আমরা অবিলম্বে ন্যায়পরায়ণ, দক্ষতা ও আমেরিকার সরকারের প্রতি আনুগত্য ফিরিয়ে আনব।

এই বিজয় সহজ ছিল না মন্তব্য করে তিনি বলেন, যারা আমাদের থামাতে চেয়েছিলেন, তারা আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। এমনকি আমার জীবনও কেড়ে নিতে চেয়েছিলেন।

কয়েক মাস আগে, পেনসিলভানিয়ার আততায়ীর হার কথা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, বুলেট আমার কান বিদ্ধ করেছে। তখন জীবন রক্ষা পাওয়ার একটা আমি অনুভব করি, এখন সেই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। সেটি হলো— আমেরিকাকে আবার মহান করার জন্য ঈশ্বর আমার জীবন বাঁচিয়েছিলেন।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প বলেন, এখানে সংঘটিত হওয়া ভয়াবহ প্রতারণার ঘটনাগুলোকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার জন্য নির্বাচনে জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে। তাদের আস্থা, সম্পদ, গণতন্ত্র এবং বস্তুত স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার রায় দিয়েছে। এই মুহূর্ত থেকে আমেরিকার পতনের শেষ, স্বর্ণযুগের সূচনা হলো।

তিনি বলেন, আজ থেকে যুক্তরাষ্ট্র সমৃদ্ধ ও সম্মানিত হবে। যুক্তরাষ্ট্রকে দেখে ঈর্ষা করবে সব দেশ। কাউকে আর মার্কিনদের ব্যবহার করে সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া হবে না। আমি সাধারণভাবে আমেরিকাকে প্রথমে রাখব। আমেরিকা ফের একটি উৎপাদনশীল দেশ হয়ে উঠবে। পৃথিবীর যে কোনো দেশের চেয়ে আমেরিকার মাটির নিচে বেশি তেল এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে। আমরা এ সম্পদ ব্যবহার করব।

হোয়াইট হাউসের কাছে সেন্ট জনস এপিসকোপাল গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শপথ অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন ট্রাম্প। পরে প্রথা অনুযায়ী হোয়াইট হাউসে গিয়ে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে চা পান করেন তিনি। শেষে দুই নেতা একই গাড়িতে শপথের অনুষ্ঠানস্থল ক্যাপিটল হিলে যান। সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের শপথের সময় ব্যবহৃত বাইবেল ছুঁয়ে শপথ নেন ট্রাম্প।

গত বছর নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দেন রিপাবলিকান দলে প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন। এর মাধ্যমে চার বছর আগে নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরলেন বিতর্কিত এই ব্যবয়াসী রাজনীতিক। তিনি ঘুষের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরও আমেরিকার প্রেসিডেন্ট হওয়া প্রথম ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button