আন্তর্জাতিকজাতিসংঘ
ট্রেন্ডিং

ডব্লিউএইচও ছাড়ার আদেশে ট্রাম্পের সই

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার জন্য নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২০ জানুয়ারি) শপথ নেওয়ার পর এটিসহ বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প।

নির্বাহী আদেশে সইয়ের পর ট্রাম্প বলেন, ওহহ, এটা অন্যতম গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এত দিন অন্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র ‘অন্যায্য পরিমাণে’ অর্থ প্রদান করেছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, এর আগে ট্রাম্পের প্রথম আমলে বিশ্বজুড়ে করোনা মহামারির সময় ২০২০ সালের জুলাইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিল। ২০২০ সাল থেকেই ডব্লিউএইচও’র বিরুদ্ধে বিষোদগার করেছেন এবং যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধ করার হুমকি দিয়ে আসছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button