
ভারতের রাজধানী দিল্লিতে ‘অনুপ্রবেশকারী বাংলাদেশি’ খুঁজতে জোর তৎপরতা শুরু হয়েছে। কয়েকদিনে ১৫ জনের বেশি গ্রেপ্তারের পর অভিযান আরও জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে দুই দশক আগে দিল্লি পুলিশের চালু করা ‘বাংলাদেশ সেল’ সাম্প্রতিক সময়ে বন্ধ থাকলে আবার চালু করা হয়েছে।
এ তথ্য দিয়ে স্থানীয় গণমাধ্যের খবরে বলা হয়, যেসব পুলিশ সদস্য বাংলা বলতে পারেন, তাদের নিয়ে গঠন করা হয়েছিল ‘বাংলাদেশ সেল’। বাঙালি অধ্যুষিত এলাকায় গিয়ে ‘অনুপ্রবেশকারী বাংলাদেশিদের’ তথ্য সংগ্রহ করত তারা।
সম্প্রতি ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়েছে বলে গোয়েন্দা সূত্রের তথ্য দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ এ পদক্ষেপ নিলো।
দিল্লির প্রতিটি জেলায় একজন ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টরের নেতৃত্বে ৫-১০ জন নিয়ে বাংলাদেশ সেল গঠন করা হয়েছে। এ ক্ষেত্রে আসামের বাঙালি অফিসারদেরও সাহায্য নেওয়া হচ্ছে। বাংলায় কথা বলা ব্যক্তিদের চিহ্নিত করে ‘অবৈধঅনুপ্রবেশকারী বাংলাদেশি’ হিসেবে ধরবে দিল্লি পুলিশ। এতে অতীতপর মতো আবারও বাংলাভাষী মানুষ হয়রানি হওয়ার শঙ্কায় রয়েছে বলে জানিয়েছে।
এদিকে, বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে অনুপ্রবেশ বাড়ছে বলে দাবি করছে সীমান্তবর্তী ভারতের রাজ্য সরকারগুলো। বলা হচ্ছে, সীমান্তে প্রতিদিনই বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে। ফলে অনুপ্রবেশকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে।