
চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় একাধিক ফার্নিচারের দোকান ও গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ ডিসেম্বর) রাত ২টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
স্থানীয়রা জানিয়েছেন, উত্তর কাট্টলীর সিডিএ আবাসিক এলাকার ১ নম্বর রোডের পদ্ম পুকুরপাড় এলাকায় একাধিক ফার্নিচারের দোকান ও গাড়ির গ্যারেজে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, রাত ২টা ১০ মিনিটে আগুনের খবর পেয়ে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে রোববার দিবাগত রাত ১২টায়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয়রা জানান, আগুনে অনেক ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূইয়া জানান, ছয়টি ইউনিট কাজ করছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে। আমাদের কর্মীরা এখনো কাজ করছেন।
দুটি অগ্নিকাণ্ডের ঘটনারই কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো জানা যায়নি।