
শরীয়তপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিনের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থানা ভবনের দ্বিতীয় তলার নিজ শয়নকক্ষে লাশটি পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ লাইনস হাসপাতালের চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, ওসি আল আমিনের মরদেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
ওসির মৃত্যুর খবরে ঘটনাস্থলে পেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পুলিশ সুপার নজরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রশাসনের কর্মকর্তা ছাড়া কাউকে থানার ভেতর প্রবেশের অনুমতি দিচ্ছে না পুলিশ। তবে এ বিষয়ে পুলিশ পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
গত ১৪ সেপ্টেম্বর ওসি আল আমিন জাজিরা থানায় যোগদান করেন। তার বাড়ি বরিশালের মুলাদী।