গ্রাম বাংলাঢাকা
চালু হলো ২ জোড়া ট্রেন, ১০ এসি বাস

অফিসগামীদের সুবিধার জন্য ঢাকা-জয়দেবপুর রুটে দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হয়েছে। এসব ট্রেন ঢাকা, টঙ্গী, তেজগাঁও ও বিমানবন্দর স্টেশনে থামবে। ট্রেনের টিকিট মিলবে সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টারে।
রোববার (১৫ ডিসেম্বর) গাজীপুরে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফাওজুল কবির খান।
এদিন ঢাকা-গুলিস্তান রুটে ১০টি বিআরটিসি বাস চালু করা হয়েছে। গাজীপুরের শিববাড়িতে বাস সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন উপদেষ্টা।
বাসগুলো বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত নির্মিত বিআরটি অবকাঠামো ব্যবহার করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রমুখ।