আইনজাতীয়
ট্রেন্ডিং

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে চিঠি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সরাতে চিঠি দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (১৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে এ চিঠি পাঠানো হয়।

এদিন বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন। তিনি জানান, সায়মা ওয়াজেদ পুতুলের যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক পদ পেতে ক্ষমতার অনৈতিক ব্যবহারের অভিযোগ রয়েছে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে ১৫ জানুয়ারি বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

তিনি জানান, পুতুলের বিষয়ে অনুসন্ধানকারী দল যেখানে যেখানে প্রয়োজন, চিঠি দেবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অনুসন্ধান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। দেশটির রাজধানী নয়া দিল্লিতে চাকরির সুবাদে অবস্থান করছেন সায়মা ওয়াজেদ পুতুলও।

শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ সিদ্দিক, রিজওয়ান সিদ্দিক ববি ও আলমিরা সিদ্দিকের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি-অনিয়ম ও অর্থ লোপাটের তদন্ত চলছে। এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগের তদন্ত করছে দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button