খুলনাগ্রাম বাংলা
ট্রেন্ডিং

বঙ্গোপসাগর থেকে আসছে মেঘ, হতে পারে বৃষ্টি

ভরা শীতে হিমালয় থেকে আসা হিমেল বাতাস আটকে দিচ্ছে বঙ্গোপসাগর থেকে আসা মেঘমালা। ফলে শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে আবহাওয়া কুয়াশাচ্ছন্ন, দেখা নেই রোদের। শীতের প্রকোপ কিছুটা কম। তবে আছে বৃষ্টির সম্ভাবনা।

ঢাকার আবহাওয়া অফিস বলছে,
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে তৈরি হয়েছে মেঘমালা। সেই মেঘ শুক্রবার সন্ধ্যা থেকে খুলনা ও বরিশাল উপকূল দিয়ে প্রবেশ করছে। শনিবার উপকূল দিয়ে মেঘ দেশের মধ্যাঞ্চল পর্যন্ত চলে আসতে পারে।

বলা হচ্ছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘ ও ঘন কুয়াশায় ঢেকে যেতে পারে, হতে পারে বৃষ্টি। জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় ধুলা-ধোঁয়া মিলে খুবই অস্বাস্থ্যকর হয়ে উঠেছে বাতাস।

দিনে মেঘ থাকলেও কোথাও কোথাও রোদের দেখা মিলতে পারে। তবে উপকূলে রোদ কম উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরো পড়ুন

এ ছাড়া উপকূলীয় এলাকা থেকে আসা মেঘ ও বৃষ্টি রোববারও দেশের বিভিন্ন স্থানে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, শীতকালে বঙ্গোপসাগর থেকে মেঘ সৃষ্টি হতে পারে, তাতে বৃষ্টিও হয়ে থাকে। তবে মেঘ-বৃষ্টি চলে গেলে ধীরে ধীরে শীত বাড়তে পারে।

এদিকে, বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। ফলে দেশের কোথাও শৈত্যপ্রবাহ বইছে না এখন। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button