
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
এ তথ্য জানিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়
তিনি জানান, শুক্রবার সকালে পঞ্চগড়ে রেকর্ড করা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি হালকা কুয়াশা এবং মৃদু বাতাস লক্ষ্য করা গেছে। ফলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।
মৃদু শৈত্যপ্রবাহের কারণে দেশের উত্তর জনপদে কনকনে শীতে কাঁপছে মানুষ। এরমধ্যেই জীবিকার তাগিদে কাজে ফিরছেন দিনমজুর, শ্রমিক ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এদিকে, ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে জেলার সদর হাসপাতালে। সবচেয়ে বেশী নারী ও শিশু রোগী।
ঢাকার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে, ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতরাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন তিনি।