
দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। নওগাঁ, রাজশাহী, পাবনা, পঞ্চগড় ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। তাপমাত্রা আরও কমতে পারে। ফলে রাতে তীব্র শীত অনুভূত হতে পারে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক।
তিনি বলেন, পাঁচটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দিন ও রাতে তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে। এতে তীব্র শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবুল কালাম মল্লিক জানান, বুধবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে থাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বইছে হিমশীতল বাতাসের ফলে জনজীবন বেশ বিপর্যস্ত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বাদলগাছি ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।