আদালতজাতীয়
ট্রেন্ডিং

অন্তর্বর্তী সরকার মেনেছে জনগণ, বিতর্ক নয়

সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে জনগণ। এ নিয়ে বিতর্ক থাকতে পারে না।

সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে এ পর্যবেক্ষণ দিয়েছেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশীদ। অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে রিটটি করেছিলেন তিনি।

ছাত্র-জনতার অভ্যত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয় গত ৫ আগস্ট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

ওই দিন অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়ে স্পেশাল রেফারেন্স দেন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ৭ জন বিচারপতি। পরে অন্তর্বর্তী সরকারকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button