
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সীমান্তঘেঁষা মিয়ানমারের আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী আরাকান আর্মির হাতে চলে যাওয়ায় গোষ্ঠীটির পাশাপাশি জান্তা সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। আমাদের স্বার্থ রক্ষার্থে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম থেকে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
সোমবার (৩০ ডিসেম্বর) মিয়ানমার সীমান্ত ঘুরে কক্সবাজারের টেকনাফের দমদমিয়াস্থল নাফ নদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন জেটি ঘাটে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশ করাদের রেজিস্ট্রেশনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, তাদের আশ্রয় দেওয়ার বিষয়ে নীতিগত কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে, স্থানীয়দের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে কিছু দালাল রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতা করছে।
এখনো সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যায় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তবাসীর নিরাপত্তায় বিজিবি ও কোস্টগার্ড পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এতে সীমান্তবাসীর আতঙ্ক হওয়ার কারণ নেই। সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছি। সীমান্তে সব বাহিনীর জনবল বৃদ্ধি করা হয়েছে।