
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সর্বকালের সেরা ও ঐতিহাসিক করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১২ জানুয়ারি) তেজগাঁও কার্যালয়ে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আমরা এটিকে একটি উদাহরণ হিসেবে গড়ে তুলতে চাই, একটি ঐতিহাসিক উদাহরণ।’
বৈঠকে নরওয়েকে তাদের পণ্যসমূহের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা এবং দেশের যুবশক্তিকে কাজে লাগাতে দেশটির বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘নরওয়েজিয়ান পণ্যসমূহ এশিয়ায় বিতরণের জন্য বাংলাদেশকে একটি ভিত্তি হিসেবে ব্যবহার করুন, যাতে আপনাদের নরওয়ে থেকে লোক আনতে না হয় এবং আমাদের তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগানো যায়।’
গ্রামীণফোনের উদাহরণ তুলে ধরেন প্রধান উপদেষ্টা, যা নরওয়ের টেলিকম জায়ান্ট টেলিনরের প্রথম বিদেশি প্রকল্প এবং যা বছরের পর বছর ধরে টেলিনর পরিবারের সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে।
নরওয়ের রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে তার দেশের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার কাছে। হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন বলেন, প্রধানমন্ত্রী (নরওয়ে) আপনার (ড. ইউনূস) প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন, বিশেষ করে প্রয়োজনীয় সংস্কার চালানো এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের ব্যাপারে।
অন্তর্বর্তীকালীন সরকারের মানবাধিকার রক্ষা এবং পরিবেশগত টেকসইতা প্রচারের অঙ্গীকারের প্রতি নরওয়ের প্রধানমন্ত্রী প্রশংসা প্রকাশ করেছেন বলেও জানান দেশটের রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত গুলব্রানসেন জানান, নরওয়ে বাংলাদেশের সঙ্গে জাহাজ পুনর্ব্যবহার শিল্প এবং সবুজ শক্তি রূপান্তর ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ের সহায়তা চান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘শান্তি রক্ষার ক্ষেত্রে নরওয়ে বড় ভূমিকা পালন করেছে। তাই রোহিঙ্গা সংকট সমাধানে আপনাদের সাহায্য দরকার।’
রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন জানান, নরওয়ে আন্তর্জাতিক ফোরামগুলোতে ফিলিস্তিন ইস্যু, আন্তর্জাতিক কর, এবং প্লাস্টিক দূষণের বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
ঢাকায় নরওয়ের ডেপুটি হেড অব মিশন মারিয়ান রাবে ন্যাভেলসরুড জানান, নরওয়ের নেতৃত্বাধীন জাতিসংঘের ফিলিস্তিনে মানবিক প্রবেশাধিকার সম্পর্কিত প্রস্তাবে পৃষ্ঠপোষকতার জন্য বাংলাদেশকে নরওয়ে আন্তরিক কৃতজ্ঞতা জানায়।