জাতীয়রাষ্ট্র
ট্রেন্ডিং

নতুন দলে যোগদানের সম্ভাবনা আছে, চূড়ান্ত নয়

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে চলতি মাসেই। জুলাই-আগস্টের আন্দোলনের অন্যতম সংগঠক এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এই দলের নেতৃত্বে আসছেন বলে খবর বেরিয়েছে। এ বিষয়ে তিনি বলেছেন, নতুন দলে যোগদানের সম্ভাবনা আছে। তবে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে এ কথা বলেন তিনি।

উপদেষ্টার পদ ছাড়া এবং নতুন দলে যোগ দেওয়া নিয়ে গণমাধ্যমে যেভাবে তথ্য আসছে, সেভাবে আসা উচিত নয় বলে মনে করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, সেটা প্রকাশের আগেই, কোনো ধরনের অনুমানের ওপর ভিত্তি করে তথ্য ছড়ানো ঠিক হচ্ছে না।

তিনি বলেন, বাইরে যারা আছে, বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটি, তারা একটি রাজনৈতিক দলের উদ্যোগের কথা অনেক আগেই বলেছে। আমি আমার জায়গা থেকে বলেছি যে, সেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে। সেটা হলে আমি সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button