
বাংলাদেশে মালয়েশিয়ান বিনিয়োগ আরও বেশি করার জন্য এবং বাংলাদেশের যুবসমাজের সুবিধা নিতে মালয়েশিয়ার কারখানাগুলোকে বাংলাদেশে স্থানান্তর করার জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সাক্ষাৎ করলে গেলে এ আহ্বান জানান তিনি।
মালয়েশিয়ার হাইকমিশনারকে প্রধান উপদেষ্টা বলেন, আমি আশা করি, বাংলাদেশে আপনার অবস্থানকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক অর্থনৈতিক ও ব্যবসায়িক পর্যায়ে এক নতুন ঘনিষ্ঠতায় পৌঁছে যাবে।
মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মীদের জন্য প্রয়োজনে দেশে ফেরার সুবিধার্থে মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করতে দেশটির প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ কুয়ালালামপুরে চতুর্থ দ্বিপাক্ষিক পরামর্শ ব্যবস্থায় (বিসিএম) যোগদানের জন্য মালয়েশিয়ার পক্ষ থেকে একটি সুবিধাজনক তারিখের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশও ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ‘৫ম জয়েন্ট কমিশন’ বৈঠকের জন্য প্রস্তুত রয়েছে।
এ সময় এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।