
বাংলাদেশ ওষুধ শিল্পে ভালো অবস্থানে রয়েছে জানিয়ে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, বাংলাদেশ থেকে ওষুধ আমদানি এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ঢাকার সঙ্গে কাজ করতে চায় ইসলামাবাদ।
রোববার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা বলেন তিনি।
এ তথ্য জানিয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে স্বাস্থ্যসেবা, বাণিজ্যসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদসহ উর্ধ্বতন কর্মকতারা। এ ছাড়া ঢাকায় পাকিস্তানের ডেপুটি হাই-কমিশনার মোহাম্মদ ওয়াসিফও বৈঠকে অংশ নেন।