
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিরুদ্ধে গুম, খুন এবং অপহরণসহ বেশ কিছু অভিযোগ আছে উল্লেখ করে সংস্থাটির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বলেছেন, র্যাব দ্বারা সংঘটিত নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকারদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কাওরানবাজার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
র্যাবের মহাপরিচালক বলেন, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই— আজ পর্যন্ত যারা র্যাবের হাতে নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন, তাদের কাছে এবং নারায়ণগঞ্জের সাত খুনসহ র্যাবের দ্বারা যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করি।’
এসব ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হওয়ার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গুম-খুন কমিশন গঠন করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও এসব বিষয় নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। এসব অভিযোগের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমরা দায়মুক্ত হতে চাই।’
র্যাবের প্রধান বলেন, ‘আমি যতদিন দায়িত্ব পালন করব, কারও নির্দেশে এসব অপরাধে র্যাব আর জড়িত হবে না— সেটি আমি নিশ্চয়তা দিচ্ছি।’
বিএনপির র্যাব বিলুপ্তির দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকার যা সিদ্ধান্ত নেবে, তাই মেনে নেওয়া হবে। তবে যতদিন দায়িত্বে থাকবেন, নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
র্যাবের আয়নাঘর থাকার কথা স্বীকার করে এ কে এম শহিদুর রহমান বলেন, র্যাবে আয়নাঘর ছিল, আছে। সেটা সেভাবেই রাখা হয়েছে। আয়নাঘরসহ যা যে অবস্থায় আছে সেভাবেই রাখতে নির্দেশ দিয়েছে গুম-খুন কমিশন। আমরা কোনো পরিবর্তন, পরিবর্ধন করিনি। যা যে অবস্থায় ছিল, সে অবস্থাতেই রয়েছে।
র্যাবের বিরুদ্ধে আয়নাঘর, গুম, খুনসহ সব ধরনের অভিযোগের বিষয়ে কমিশন তদন্ত করছে উল্লেখ করে তিনি বলেন, র্যাবের পক্ষ থেকে আমরা সব ধরনের সহায়তা করছি। তদন্তের ফলাফলের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।