আদালতজাতীয়
ট্রেন্ডিং

‘গায়েবি’ মামলার তথ্য সংগ্রহ করা হচ্ছে

আওয়ামী লীগ সরকারের সময় দায়ের হওয়া ‘গায়েবি’ মামলার তথ্য সংগ্রহ করা হচ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

শুক্রবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আ‌সিফ নজরুল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কতগুলো ‘গায়েবি’ মামলা হয়েছে। এসব মামলার হিসাব বের করতে সব জেলার পাবলিক প্রসিকিউটরদের তদন্ত করতে বলা হয়েছে।

তিনি বলেন, আইন মন্ত্রণালয় এখন পর্যন্ত ৫১টি জেলা থেকে গায়েবি মামলার আনুমানিক হিসাব পেয়েছে। আরও ১৩টি জেলা থেকে তথ্যে আসার অপেক্ষা করা হচ্ছে।

আ‌সিফ নজরুল ব‌লেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর চার হাজারের বেশি পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। গা‌য়ে‌বি মামলার তথ্য বের করতে তারা কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button