
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আয়নাঘর থাকার কথা স্বীকার করলেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। তিনি বলেছেন, ‘র্যাবে আয়নাঘর ছিল, আছে। সেটা সেভাবেই রাখা হয়েছে।’
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে করা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন র্যাবের মহাপরিচালক।
র্যাবের বিরুদ্ধে গুম-খুন ও আয়নাঘর তৈরির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, আয়নাঘরসহ যা যে অবস্থায় আছে সেভাবেই রাখতে নির্দেশ দিয়েছে গুম-খুন কমিশন। আমরা কোনো পরিবর্তন, পরিবর্ধন করিনি। যা যে অবস্থায় ছিল, সে অবস্থাতেই রয়েছে।
র্যাবের বিরুদ্ধে আয়নাঘর, গুম, খুনসহ সব ধরনের অভিযোগের বিষয়ে কমিশন তদন্ত করছে উল্লেখ করে সংস্থাটির ডিজি বলেন, র্যাবের পক্ষ থেকে আমরা সব ধরনের সহায়তা করছি। তদন্তের ফলাফলের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
র্যাবের পোশাক পরিবর্তনের দাবির বিষয়ে তিনি বলেন, পেশাক নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি। পুলিশ আইনে র্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। র্যাবের জন্য আলাদা আইন করার চিন্তা-ভাবনাও করছি। কোন কোন বিষয়ে সংস্কার করা যায়, মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন র্যাব এডিজি (অপারেশন্স) কর্নেল ইফতেখার আহমেদ, পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।