জাতীয়রাষ্ট্র
ট্রেন্ডিং

মাঝারি মাত্রার ক্ষুধায় আক্রান্ত বাংলাদেশ

ক্ষুধা মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতি হলেও এখনও মাঝারি মাত্রার ক্ষুধা বিরাজ করছে। ১৯ দশমিক ৪ স্কোর নিয়ে ১২৭টি দেশের মধ্যে ৮৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রকাশ করা ‘বিশ্ব ক্ষুধা সূচক ২০২৪’ এর রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় নেপাল ও শ্রীলংকার চেয়ে পিছিয়ে থাকলেও ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে মাঝারি মাত্রার ক্ষুধা বিরাজ করছে।

ওয়েল্ট হাঙ্গার হিলফে বাংলাদেশ এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের যৌথ আয়োজনে রিপোর্টটি প্রকাশ করা হয়। এ উপলক্ষে ‘ক্ষুধামুক্ত বাংলাদেশের পথে: বাধা এবং উত্তরণের উপায়’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, অনিরাপদ কৃষিচর্চার কারণে নিরাপদ খাদ্যের যোগান অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করা যাচ্ছে না। সে কারণে মাছসহ প্রাকৃতিক খাদ্য বৈচিত্র্য রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তায় নারীর লোকজ জ্ঞানকে গুরুত্ব দিতে হবে। অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড খাদ্যব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। এ থেকে উত্তরণের উপায় খুঁজতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেভেলপমেন্ট কোঅপারেশন ড. মিশেল ক্রেজা, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মাসুদুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান এবং বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button