
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে জনপ্রশাসনের বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তাকে পদমর্যাদা ও আর্থিক সুবিধা দেওয়া হবে। রোববার (১৫ ডিসেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান।
এর আগে উপসচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরে বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তাকে ‘ভূতাপেক্ষ’ পদোন্নতির সুপারিশ করেছিল অন্তর্বর্তী সরকারেরর বঞ্চনা নিরসন কমিটি।
এ কমিটির সুপারিশ ও সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয় জ্যেষ্ঠ সচিব বলেন, এ ক্ষেত্রে একটি প্রক্রিয়ার ব্যাপার আছে, ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনা লাগবে। চাকরির কিছু বিধিবিধান আছে, সেটি মানতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।
অল্প সময়ের মধ্যে এ প্রক্রিয়া শেষ হওয়ার আশা ব্যক্ত করে তিনি বলেন, এটি ঠিক পদোন্নতি না, সামাজিক মান-মর্যাদা। আর্থিক সুবিধা ও পদ-পদবি দিয়ে একটি সরকারি আদেশ জারি হবে। এর ভিত্তিতে অর্থনৈতিক আদেশে এই টাকা পাবেন তারা। তবে একটু সময়ের ব্যাপার আছে।
প্রশ্নের জবাবে মোখলেস উর রহমান বলেন, পদমর্যাদা দিয়ে সরকারি আদেশ দেওয়া হবে। হিসাবটি করবে এজি অফিস। তাদের বিজ্ঞানসম্মত নিয়ম আছে। পেনশনের ক্ষেত্রেও এই সুবিধা হবে।
বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে গঠিত কমিটির সুপারিশ অনুসারে বাস্তবায়িত হবে জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া কমিটির প্রতিবেদন অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ে নির্দেশনা আসলে একদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে।
সরকার পেনশনভোগীসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জানিয়েছে জনপ্রশাসনের সিনিয়র সচিব জানান, মহার্ঘ ভাতার বিষয়টি সময়োপযোগী। বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। এই লক্ষ্যে গঠিত কমিটি এ বিষয়ে সুপারিশ দেবে।