
জনজীবনের সংকট সমাধানের দাবিতে সমাবেশের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আগামী ২৭ নভেম্বর ২০২৪, বুধবার বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হবে।
সোমবার (১৮ নভেম্বর ২০২৪) তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সভায় সরকারের ১০০ দিনের সামগ্রিক কাজকর্ম ও রাজনৈতিক পদক্ষেপসমূহ নিয়েও আলোচনা করা হয়।
বাজার পরিস্থিতিকে বেসামাল হিসাবে আখ্যায়িত করে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে ক্ষোভ প্রকাশ করা হয় সভায়।
বলা হয়, বাজার নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপসমূহের বিশেষ কোন কার্যকারিতা দেখা যাচ্ছে না। অতি আবশ্যক খাদ্যপণ্য এখনও স্বল্প আয়ের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।
প্রস্তাবে বলা হয়, যেসব পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার বা কমিয়ে আনা হয়েছে খুচরা বাজারে তারও কোন প্রভাব নেই।
বৈঠকের প্রস্তাবে বলা হয়, পুরানো মুনাফাখোর বাজার নিয়ন্ত্রণে এখনও বহাল তবিয়তে রয়েছে।
তাদের দৌরাত্ন কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করার আহবান জানানো হয়।
টিসিবির তৎপরতায় যোগান বৃদ্ধি ও অভাবী পরিবারসমুহকে নগদ অর্থ প্রদানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানানো হয়।
প্রস্তাবে বলা হয়, বাজারের বেসামাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অনেক ভালো উদ্যোগও ব্যর্থ হয়ে যেতে পারে।
সভায় গৃহীত অপর এক প্রস্তাবে, দেশে ডেংগু পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একইসাথে দেশের স্বাস্থ্যসেবার পরিস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করা হয়।
জরুরী সেবাখাতে মনোযোগী হতে সরকারের প্রতি আহবান জানানো হয় প্রস্তাবে।
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ও সভায় বক্তব্য দেন মঞ্চের কেন্দ্রীয় নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল – জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্য এর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ঈমন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্যসচিব হাবিবুর রহমান প্রমুখ।