দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

লেডি ফেরাউনকে টিকাতে ১৬ বছর সমর্থন দিয়েছে ভারত: রিজভী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একজন ভয়ংকর রক্ত পিপাসু লেডি ফেরাউনকে টিকাতে ১৬ বছর সমর্থন দিয়েছে ভারত।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা টু আগরতলা লংমার্চের শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

গণতান্ত্রিক বিশ্বে ভারত সমালোচিত উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, অথচ ভারত নিজেদের গণতান্ত্রিক দেশ বলে। বাংলাদেশ জনগণের কথায় চলুক, সেটা তারা চায় না। তারা চায় না ভূটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা নিজেদের কথায় চলুক। তারা চায়, এইসব দেশ দিল্লীর কথায় চলবে।

তিনি বলেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, এই স্বাধীনতা বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছে থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয়? বাংলাদেশের মানুষের রক্তের তেজ, আত্মশক্তি, বীরত্ব এটা দিল্লির শাসকেরা বুঝতে পারেনি।

ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রিজভী বলেন, মমতা ব্যানার্জি বলেছে, বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক। আরেক নেতা দাবি করেছে, তারা চট্টগ্রাম দাবি করবে। চট্টগ্রাম দাবি করলে বাংলা, বিহার ও উড়িষ্যা দাবি করতে পারি না! আমরাও সেই জন্য দাবি করেছি। মমতা ব্যানার্জি সেজন্য নাকি খুব মন খারাপ করেছে। বলেছেন, বাংলাদেশ কলকাতা দখল করতে গেলে আমরা তো আর ললিপপ খাবোনা। চট্টগ্রাম দখল করতে আসলে আমরা কী বসে বসে আমলখী খাবো! আমরাও আমাদের তেজ ও শক্তি দিয়ে তা রক্ষা করবো।

সমাবেশ শেষে বুধবার সকাল ৯টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা, ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে তিন সংগঠন। তিন সংগঠনের নেতাকর্মীদের ভিড়ে নয়াপল্টন মুখরিত হয়।

লংমার্চের রুট হলো
নয়াপল্টনে থেকে লংমার্চ শুরু হয়ে পল্টন-ফকিরাপুল-ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে দিয়ে সাইনবোর্ড-চিটাগং রোড-কাঁচপুর মোড়-তারাবো-বরফা-ভুলতা, গাউছিয়া-চনপাড়া, মাধবদী-পাঁচদোনা-সাহেপ্রতাব, ভেলানগর-ইটখোলা-মারজাল-বারুইচা হয়ে ভৈরব পৌঁছাবে লংমার্চ। এরপর ভৈরব পথসভা করে আখাউড়া স্থলবন্দর অভিমুখে রওনা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button