
বিএনপির সদস্যপদ নবায়ণের ক্ষেত্রে মেধাবী ও আদর্শবানদের সামনে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমাদের ভালো মানুষ দরকার, ইফেক্টিভ মানুষ দরকার, আগামীদিনে প্রোডাক্টিভ মানুষ দরকার।
সোমবার (২০ জানুয়ারি) বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ণ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন তারেক রহমান। এদিন সারা দেশে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ণ কার্যক্রম শুর হয়।
নিজের সদস্যপদ নবায়ন করে তারেক রহমান বলেন, সমগ্র দেশের উপর দিয়ে একটি ঝড় গেছে। দেশকে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। প্রত্যেকটা সেক্টরকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে। অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে, পঙ্গু করে দেয়া হয়েছে।
রাজনৈতিকভাবে, প্রাকৃতিকভাবে অনেক সহকর্মীদের হারানোর কথা উল্লেখ করে তিনি বলেন, যে মানুষগুলো এত ঝড়ের পরও দলটিকে ধরে রেখেছে, যে মানুষগুলো দলকে নিয়ে গেছে সাধারণ মানুষের কাছে, মানুষের মধ্যে দলকে ধরে রেখেছে, যাদের কারণ অবস্থান থেকে কথা বলতে পারছি— সেই মানুষগুলোকে আমরা আবার একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চায়। সেজন্যই সদস্যপদ নবায়ণের কার্যক্রম।
বিএনপি নতুন সদস্য গ্রহণ করতে চায় না জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এত কিছুর পরও যে প্রতিষ্ঠানের সঙ্গে আমরা আছি, তার সদস্য নবায়ন অত্যন্ত আনন্দের। এই আনন্দ লাখ-কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে চাই। ঝড় কেটে গেছে। ঝড়ের পর দলকে পুনর্গঠিত করতে চাই। জনগণের সমর্থন পাওয়ার দৃঢ়বিশ্বাস করতে চাই, দেশকে পুনর্গঠিত করতে হবে। দেশ মেরামতে ৩১ দফা উপস্থাপন করেছি আমরা। সেটি বাস্তবায়ন করতে হলে দলকে ঐক্যবদ্ধ ও পুনর্গঠিত করতে হবে।