
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের হরতালসহ যেকোনও নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাদ আলী।
শুক্রবার (৩১ জানুয়ারি) অমর একুশে বইমেলায় ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, নিষিদ্ধ ছাত্রলীগসহ কেউ হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। নিষিদ্ধ ছাত্রলীগের অনেক কর্মী গ্রেপ্তার হয়েছে, জামিনে বের হওয়া অপরাধীদের নজরে রাখা হচ্ছে।
বইমেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বইমেলায় একটি পুলিশ কন্ট্রোল রুম বসানো হয়েছে। এর মাধ্যমে মেলা ও এর আশপাশ পর্যবেক্ষণ করা হবে। নিয়মিত গোয়েন্দা নজরদারির পাশাপাশি মেলার প্রবেশপথে কয়েক ধাপে নিরাপত্তা তল্লাশি করা হবে। মেলার ভেতর-বাহিরে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, ওয়াচ টাওয়ারসহ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপি ছাড়াও নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা থাকবে জানিয়ে শেখ সাজ্জাদ আলী বলেন, টিএসসি থেকে দোয়েল চত্বর এবার কখনও বন্ধ থাকবে, কখনও খোলা থাকবে। রাতে চার্চলাইটের ব্যবস্থা করেছি। মেলা চলাকালীন সময়ে কোনও ভারি যানবাহন চলবে না। যেখানে হকার বিশৃঙ্খলা না করে, সে ব্যবস্থা নেওয়া হবে। ফুড কোডে যেন গলা কাটা মূল্য না নেয় সেদিকটাও আমাদের খেয়াল থাকবে।
উস্কানিমূলক কোনও বই যেন বইমেলায় না থাকে এর জন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। সড়কে আন্দোলন থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা নাজুক আমি নিজেই বলি। মানুষকে অনুরোধ করবো— ছোটখাটো দাবি নিয়ে রাস্তা অবরোধ করবেন না। আমরা কাউকে মারতে চাই না, আমরাও মরতে চাই না।