জাতীয়সরকার
ট্রেন্ডিং

সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ড ইকোনিক ফোরামের (উব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সোমবার (২০ জানুয়ারি) সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিন আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে সুইজারল্যান্ডের উদ্দেশ্য ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। দেশটির দাভোসে ২০-২৪ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব নাঈম আলী ও সুচিস্মিতা তিথি।

আরো পড়ুন

সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে দাভোসে ফোরামের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাসহ আরও অনেকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

Back to top button