জাতীয়রাষ্ট্র
ট্রেন্ডিং

গণহত্যাকারীদের নির্বাচনের বাইরে রাখার সুপারিশ

গণঅভ্যুত্থানে দেড় হাজার মানুষ হত্যা, গুম ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীরা আবার দেশ শাসন করুক তা অধিকাংশ মানুষ চায় না মন্তব্য করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, সেজন্য তাদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) টক-এ এ কথা জানান তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, গুরুতর মানবতাবিরোধী অপরাধকারী, বিচারবহির্ভূত হত্যাকারীরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই সুপারিশ নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। কাউকে নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশ্যে নয়, অন্যায়কারীদের বিচারের আওতায় আনতে চাই আমরা।

একটি তদন্ত কমিশন গঠন করে ২০১৪, ২০১৮২০২৪ সালের নির্বাচনে কারচুপিতে সহায়তাকারীদের বিচার করা দরকার উল্লেখ করে তিনি বলেন, তখনকার কমিশন অন্যায় করলে তাদেরও বিচার হবে। কেউ চায় না দেশ অতীতের জায়গায় ফিরে যাক। অতীতের কারচুপির নির্বাচনের পুনরাবৃত্তি চাই না। নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button