
ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি পার্কে আঘাত হেনেছে ইয়েমেনের হুথিদের ক্ষেপণাস্ত্র। এতে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা জানায়, হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৪ জন আহত হয়েছে। ভাঙা কাচের আঘাতে অনেকে আহত হয়েছেন, তাদের কারো অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।
সামাজিকমাধ্যমে এক্সে ইসরায়েলি পুলিশের এক পোস্টে বলা হয়, স্থানীয়দের নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। হামলাস্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে।
এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে ৯ জন নিহত হয় বলে জানায় সানার গণমাধ্যমগুলো। ওই হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দেয় হুতিরা।