আন্তর্জাতিককূটনীতি
ট্রেন্ডিং

সংকটের সমাধানে দ্বিরাষ্ট্রের কথা বললেন ট্রাম্পও

ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিন সংকটের ইতি টানতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের আলোচনায় আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনা করবেন তিনি।

স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ানে যাত্রার সময় সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন ট্রাম্প। গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডদানপ সরিয়ে নেওয়ার আহ্বানের পর সমালোচনার মুখে ভিন্ন সুর সামনে আনলেন তিনি।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বহু বছর ধরে গাজা একটি ‘নরকে’ পরিণত হয়েছে মন্তব্য করে ডোনাল্ড ট্রাম্প বলেন, কোনো ‘বাধা, যুদ্ধবিগ্রহ ও সংঘাত’ ছাড়া জীবনযাপান করার মতো একটা এলাকায় বাস করুক ফিলিস্তিনিরা, সেটাই চান তিনি।

এর মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধান চাইছেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু শিগগিরই ওয়াশিংটন সফর করবেন। তখন তার সাথে দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনা করবেন।

টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, আগামী রোববার যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এর আগে চলমান পরিস্থিতিতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথা বলেছে তুরস্ক ও কাতার। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের পর মঙ্গলবার কাতারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল–আনসারি বলেন, ‘ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে দোহার অবস্থান সব সময় স্পষ্ট। এই সংকটের একমাত্র সমাধান হলো দ্বিরাষ্ট্রীয় সমাধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button