আন্তর্জাতিকদক্ষিণ-পূর্ব এশিয়া
ট্রেন্ডিং

বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইলো ভারত-যুক্তরাষ্ট্র

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেছেন,  যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় এবং তা বাংলাদেশকে তার নতুন অধ্যায় শুরু করতে সহায়তা করতে পারে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রকাশিত ডব্লিউআইওএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে ভারত ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার বিষয়ে এরিক গারসেটি বলেন, এটা অতীতের কোনো বিষয় নয়। বর্তমানে তারা যেভাবে একসঙ্গে কাজ করছে, এর আগে কখনোই এমনটি ঘটেনি।

তিনি বলেন, আমি মনে করি, আমরা দুই দেশই একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই। এই নীতিতে একমত ভারত ও যুক্তরাষ্ট্র।

এ ক্ষেত্রে দুই দেশ সমন্বয় করছে বলেও উল্লেখ করে এরিস গারসেটি বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশ বা যেকোনো দেশেই হোক না কেন, ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের শিকার হওয়া উচিত নয়। আমি মনে করি, আমাদের একটি সুযোগ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button