জাতীয়রাষ্ট্র
ট্রেন্ডিং

দলগুলোর মতামতে হবে ঘোষণাপত্রের খসড়া

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্রের বিষয়ে কাজ হচ্ছে। এটা নিয়ে আগামীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে, সেই আলোকে ঘোষণাপত্রের খসড়া (ড্রাফটিং) হবে।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব আশরোফা ইমদাদ ও সুচিস্মিতা তিথি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়ার আল্টিমেটাম এবং অগ্রগতি বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আমরা বলেছিলাম কিছুদিনের মধ্যে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তবে কবে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো সুনির্দিষ্ট সময় নির্ধারিত হয়নি।

গুম কমিশন ভালো কাজ করছে উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, দুই-একটা আয়নাঘরে আপনাদের পরিদর্শনের ব্যবস্থা করব। সেখানে কি ভয়াবহভাবে গুম করা হত সেই চিত্র দেখতে পারবেন। হাসিনার আমলে পাপাচারের শেষ নেই। এ সময় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচন, শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের ঘটনা, টাকা পাচারের ঘটনা উল্লেখ করে শফিকুল আলম বলেন, প্রতিটি বিষয় নিয়ে কাজ হচ্ছে। হাসিনাকে আমরা বিচারের আওতায় আনব।

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে তিনি বলেন, এ ঘটনার বিচারের দাবিতে আমরা আন্দোলনে ছিলাম। এ বিষয়ে কাজ চলছে। তথ্যগুলো যাচাই-বাছাই চলছে। যে সময়টা নষ্ট হয়েছে তা মেকআপ করে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করতে কাজ করছে পিবিআই। বিষয়টি আজকে পিবিআই প্রধানের সঙ্গে কথা হয়েছে। কারণ তারা ত্রিশ বছর আগের খুনের তদন্তও সফলভাবে করেছে। তাই তাদের সক্ষমতা আছে। বিষয়টি কষ্টসাধ্য হলেও প্রচুর সময় দিচ্ছেন বলে আমাদের জানিয়েছেন।

বিটিভি ও বাসসের স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে সরকারের উদ্যোগের বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, পৃথিবীর সব দেশেই রাষ্ট্রীয় গণমাধ্যম আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। অন্যান্য দেশে এ সংস্থাগুলোর ব্যাপ্তি বড় আকারে থাকে। তাই আমরা সরকারি সংস্থাগুলোকে আরও বড় ও ক্ষমতাশালী করার চেষ্টা করছি। এরই মধ্যে বিটিভি সংবাদ পরীক্ষামূলক চালু হয়েছে। তা আরও বড় করার পরিকল্পনা সরকারের আছে। যাতে দেশের সমস্ত সংবাদ মানুষ দেখতে পারে।

বিটিভি ও বাসসকে স্বাধীনতা দেওয়া আছে উল্লেখ করে তিনি বলেন, নিজ নিজ রোল অনুযায়ী প্রেস ফ্রিডম ব্যবহার করতে পারবেন। গত পাঁচমাসে দেশের গণমাধ্যম যতটা স্বাধীন ছিল, তা বাংলাদেশের ইতিহাসে ছিল না।

আওয়ামী লীগের আমলের দুর্নীতির চিত্র বাসসের সংবাদে উঠে আসবে কিনা— এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, আমরা তাদের ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করি না। আমরা আশাকরি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে প্রোগ্রামগুলো করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button