ফিচারশিল্প-সাহিত্য

কবি হেলাল হাফিজ আর নেই

‘যে জলে আগুন জ্বলে’র কবি কবি হেলাল হাফিজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মৃত অবস্থায় আনা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান

১৯৮৬ সালে প্রকাশিত হয় কবি হেলাল হাফিজের প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’। এক কাব্যগ্রন্থ দিয়েই মানুষের হৃদয়ে শক্ত অবস্থান করে নেন তিনি।

‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’— এই অমর পঙ্‌ক্তির রচয়িতা হেলাল হাফিজ দীর্ঘদিন আর কোনো বই বের করেননি।

আরো পড়ুন

২০১২ সালে ‘যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে আরও কিছু কবিতা যুক্ত করে দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাত্তর’ প্রকাশ করেম। সর্বশেষ ২০১৯ সালে ‘বেদনাকে বলেছি কেঁদো না’ নামে তৃতীয় কবিতার বইটি প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button