গ্রাম বাংলারাজশাহী
ট্রেন্ডিং

দেশ দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত থামবে না জামায়াত

বৈষম্যহীন, মানবিক, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ কায়েম না পর্যন্ত জামায়াতে ইসলামি থামবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৭ জানুয়ারি) চুয়াডাঙ্গার ঐতিহাসিক টাউন ফুটবল মাঠে জেলা জামায়াতে ইসলামির কর্মি সম্মেলনে এ কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামি দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইনসাফ ভিত্তিক উন্নয়ন হবে জানিয়ে দলটির আমির বলেন, আমরা জনগণের খেদমতের দায়িত্ব পেলে ন্যায্য দাবিগুলো চাওয়া ছাড়াই বাস্তবায়ন হবে। রক্তের বিনিময়ে হলেও দেশে চাঁদাবাজি বন্ধ করবো, জুলুমবাজি থাকবে না, দখলবাজিও থাকবে না। আমাদের সন্তানদের সাথে তাল মিলিয়ে বলতে চাই, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’।

জামায়াতকে দেশের সবচেয়ে বড় মজলুম দল মন্তব্য করে তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছর জামায়াতের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে। ক্রসফায়ারের নামেও হত্যা করা হয়েছে।

আরো পড়ুন

হাট-ঘাট, মসজিদ-মাদরাসা, মন্দিরে আওয়ামী লীগ ও তার দোসররা লুটপাট চালিয়েছে দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তারা চাটিবাটি নিয়ে পালিয়ে গেছে। দুর্নীতিবাজরা সবাই পালিয়েছে।

Back to top button