
কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ করে এবং চীনের পণ্যে বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১ ফ্রেব্রুয়ারি) জারি করা এ–সংক্রান্ত নির্দেশনা মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে। এর ফলে নতুন বাণিজ্যযুদ্ধ শুরু এবং এর জেরে বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দা ও মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন অর্থনীতিবিদেরা।
প্রতিশ্রুতি অনুযায়ী, মেক্সিকো ও কানাডা থেকে সব ধরনের পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের দুটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। চীন ‘ফেন্টানিল’ নামক মাদক পাচার বন্ধ না করা পর্যন্ত দেশটি থেকে পণ্য আমাদানির ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের আরেকটি নির্বাহী আদেশে সই করেন তিনি।
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই চীন, কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন শীর্ষ বাণিজ্য অংশীদারদের মধ্যে চীন, কানাডা ও মেক্সিকো অন্যতম। এই তিন দেশ থেকে গত বছর যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের ৪০ শতাংশ যায়। ফলে এখন তিনটি দেশের পণ্য আমদানিতে বড় শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়বে। এ ছাড়া ট্রাম্পের এই পদক্ষেপের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদেরা।