
বিদ্রোহীদের ১২ দিনের ঝটিকা অভিযানে ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন রোববার। দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আল–বশিরকে।
আল জাজিরার খবরে বলা হয়, মঙ্গলবার (১০ ডিসেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
এর আগে বাশার আল আসাদের পতনের পরদিন সোমবার আগের সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল–জালালি ও মোহাম্মদ আল–বশিরের সঙ্গে ক্ষমতা হস্তান্তর নিয়ে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন হায়াত তাহরির আল–শামসের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল–জুলানিও।
মোহাম্মদ আল–বশির ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে পালন করবেন। তিনি এর আগে বিদ্রোহীদের দখলে থাকা ইদলিবের সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন।
ইদলিবের নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শামসের (এইচটিএস) সরকার ছিল সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট। বাশার আল আসাদের পতন ঘটানো বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে দিয়েছে এইচটিএস।