
জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা প্রথম কাজ হবে বলে ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৫ নভেম্বর ২০২৪) ফ্লোরিডায় ‘আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট’-এর এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
নির্বাচনের পর এটিই ছিল জনসম্মুখে তার প্রথম দীর্ঘ বক্তব্য।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর যুদ্ধ বন্ধে দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।
যদিও তার কৌশল সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।
মধ্যপ্রাচ্য এবং দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর প্রশাসন পরিষ্কার করা অগ্রাধিকার থাকবে বলেও জানান তিনি।
এই পরিকল্পনার ব্যাপারেও বিস্তারিত না জানিয়ে বক্তব্য শেষ করেন ট্রাম্প।
অনুষ্ঠানে ট্রাম্প আরও জানান যে, হোম সেক্রেটারি পদে প্রাকৃতিক সম্পদ ও ফেডারেল জমির ব্যবস্থাপনায় অভিজ্ঞ ডগ বারগামকে মনোনীত করেছেন, যা আনুষ্ঠানিকভাবে শুক্রবার ঘোষণা করা হবে। এই মনোনয়নসহ বেশিরভাগ মন্ত্রিপরিষদ পদের জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন হবে।
২০২৫ সালের ২০ জানুয়ারি ক্যাপিটল ভবনে শপথ গ্রহণের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব ও ক্ষমতা গ্রহণ করবেন।