খবরাখবরশিক্ষা
ট্রেন্ডিং

নতুন বই: শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ

নতুন বছরের প্রথম দিন সারা দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (১ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধনকালে তিনি দুঃখ প্রকাশ করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, নতুন বছরের প্রথম দিন সারা দেশের সব শিক্ষার্থীর হাতে আমরা নতুন বই তুলে দিতে পারিনি। এ জন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে আমরা আন্তরিক দুঃখিত।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনটিসিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান জানান, মাত্র আড়াই মাসে ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে। ছয় কোটি বই পৌঁছে দেওয়া হয়েছে। আরও চার কোটি বই ট্রাকে তোলার অপেক্ষায়।

তিনি বলেন, ৫ জানুয়ারি প্রাথমিক ও দশম শ্রেণির সব বই, ১০ জানুয়ারি মাধ্যমিকের আটটি বই এবং ২০ জানুয়ারির মধ্যে সব বই পাঠানোর চেষ্টা করছি। এ বছর প্রায় ৪১ কোটি নতুন বই বিতরণ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button